বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

পাবনায় ওসাকার এসইপি প্রকল্পের উৎপাদিত পণ্য মেলার উদ্বোধন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পাবনার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের কর্নধার কবি মজিদ মাহমুদ প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার তৈরি বস্ত্রপণ্য ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি প্রকল্পের উদ্যোক্তা কর্তৃক আখের গুড় উৎপাদিত দুইদিন ব্যাপী এসইপি পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ১১ অক্টোবর দুই দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে। ওসাকার নির্বাহী পরিচালক কবি মজিদ মাহমুদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দীন প্রধান।

পিসিডির পরিচালক রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম ও এক্সপ্রেশন এনরুটের ম্যানেজার জিনাত জাহান তোয়া প্রমুখ।
বক্তারা বলেন,“আমাদের আসল গুড় নকল ও ক্যামিকেলযুক্ত গুড়ের আধিপত্যে দিন দিন হারিয়ে যাচ্ছে। কিন্তু এসইপির উদ্যোগে অর্গানিক উর্পায়ে আবারও আসল গুড়ের স্বাদ পাওয়া সম্ভব। আমরা সেই কাজটি করছি। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব ও নিরাপদ গুড় বাজারে পাওয়া যাবে। আর ওসাকা বস্ত্রশিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। নারীরা পোশাক তৈরি করে নিজেরাই যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি হস্তশিল্পকে প্রসারিত করছেন”।
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি ও অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট ও কালচারাল এক্টিভিটিসের ওসাকার যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও এক্সপ্রেশন এনরুট। আগামী ১২ অক্টোবর দুই দিন ব্যাপী এই মেলা শেষ হবে। মেলাটিতে ১৮টি স্টল রয়েছে।  পরে অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। এ সময় ওসাকার সহকারী পরিচালক মো. ওয়ারেছ বিশ্বাস শিপু, সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার মো. আরমান আলী, এডমিন মো. শামসুজ্জামান পিন্টু, পিসিডির খানজাহান আলী আকাশ, নানা শ্রেণির মানুষ, এনজিও কর্মী, গন্যমান্য ব্যক্তি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas