রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন
সারা বাংলাদেশের ন্যায় পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রমিক লীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় এর সামনে থেকে রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে (মুরালে) পুষ্পস্তবক অর্পণ করেন। রেলীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ উজ্জ্বল বোষ সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী ছাড়া ও শ্রমিক লীগের জেলা উপজেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত। পরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গাজী হাফিজুর রহমান ছগীর, জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।