বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় ওয়াস এসডিজি প্রকল্প বিষয়ে ফলাফল হস্তান্তর সভা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নিউ এরিয়া ওয়াস এসডিজি ডব্লিউএআই বাংলাদেশ সাব প্রোগ্রাম’ বিষয়ে কলাপাড়া পৌরসভা ফলাফল হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার হলরুমে নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) ও প্র্যাকটিক্যাল একশন এর আয়োজনে এ ফলাফল হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) এর নিবার্হী পরিচালক মাহিউল কাদির , প্র্যাকটিক্যাল একশনের প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম সোহান, প্যানেল মেয়র আবুল কালাম আজাদ, পৌর উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, পৌর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মনোয়ারা বেগম, উম্মে তামীমা বিথী,কাউন্সিলর আব্দুল লতিফ খালাসী,মাহাবুব আলম, রোজ কিন্ডারগার্টেন এর শিক্ষক রিনা রানী, কলাপাড়া ওয়াস সমবায় সমিতির সভাপতি আবুল বাশার, হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) প্রকল্প ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, উপজেলা সমবায় কো-অপরিটিভ কর্মকর্তা জুগ্লল হায়দার ও সহ পরিদর্শক মো: কামাল হোসেন, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর নুরুল হক,আশার ব্রাঞ্চ ম্যানেজার মো: ফারুখ হোসেন, এইচপি আশার মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম প্রমূখ । উল্লেখ্য টিকসই উন্নয়নের লক্ষ্যে মাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার (এসডিজি ) ১৭টি গোল ঘোষণা করে। এর মধ্যে ৬ নম্বর গোল হচ্ছে ওয়াস। হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে । যার ফলে কলাপাড়া উপজেলার পৌরসভায় গরীব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাত্রারনমান উন্নত হবে ।যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas