রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে মৌমি মালিহা নিবাস নামে এক ভবনের ছাদে রান্না ঘর পুড়ে ছাই। শনিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের রহমতপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কলাপাড়া
ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই ভবনের ছাদে থাকা রান্না ঘরসহ আসবাবপত্র ও অন্যন্য মালামাল পুড়ে ভষ্মিভ‚ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কলাপাড়া স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, দ্বিতলা ভবনের ছাদের রান্না ঘরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা যায়নি বলে তিনি জানান।