পটুয়াখালীর কলাপাড়ায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তলোন শেষে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নেতা কর্মীরা। পরে বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয় শতাধিক যুবলীগের নেতাকর্মীরা। পরে দোয়া মোনাজাত ও কেক কেটে বার্ষিকী উদযাপন করা হয়।