রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।
বুধবার কিস্তওয়ার থেকে জম্মু যাওয়ার পথে জাতীয় সড়ক ২৪৪ থেকে গভীর খাদে পড়ে বাসটি।

জানা গেছে,ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি।

ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটি রাস্তা থেকে অন্তত কয়েকশো ফুট নীচে গড়িয়ে পড়ে গিয়েছে। বাসটি একেবারে ভেঙে চুরে গিয়েছে। পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা এসেই উদ্ধারকাজে হাত লাগান।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বহু নিথর দেহ ভাঙাচোরা বাসটির কাঠামোর পাশে মাটিতে শুইয়ে রাখা আছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas