রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

তফসিলকে স্বাগত জানিয়ে কলাপাড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে পটুয়াখালী কলাপাড়ায় আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে এক সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড, ড. শামীম আল সাইফুল সোহাগে, ঢাকা দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি মোহাম্মদ মুরসালিন আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, এ্যাড,সাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইচচেয়ারম্যা, শাহিনা পারভীন সীমা, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইয়ামিন আহম্মেদ,উপজেলা কৃষিলীগের সাধারণত সম্পাদক মরতুল্লাহ সৌরভ সিকদার প্রমূখ।
সভায় দলের নেতারা বলেন, মানুষ নির্বাচনমুখী। তফসিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না আওয়ামী লীগ।
 এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মহিপুর, কুয়াকাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas