রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

ভোলায় মিধিলির প্রভাবে তিন শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

ভোলায় বিভিন্ন উপজেলায় মিধিলির প্রভাবে প্রায় তিন শতাধিক কাঁচা ঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত এবং তিনটি জেলে নৌকা ডুবির হওয়ার খবর পাওয়া গেছে। এতে নিখোঁজ রয়েছেন বাচ্চু নামের এক জেলে। তার বাড়ি তজুমদ্দান উপজেলায়। এছাড়া ফসল ও ব্রিক ফিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এ ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
ঝড়ের কবলে পড়ে ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ঘর-বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।
অন্যদিকে তজুমদ্দিন ঝড়ের কবলে পড়ে মেঘনার চর রায়হান এলাকায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে ২ জন জীবিত উদ্ধার হলেও বাচ্চু নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
এদিকে মনপুরায় মাছ ধরার দুটি জেলে নেীকা ডুবলেও কোস্টগার্ড সদস্যরা ৩ জনকে জীবিত উদ্ধার করেছেন।
ভোলার জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কিছু কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এদিকে ঘূণিঝড় মিধিলির প্রভাব কেটে যাওয়ার পর স্বাভাবিক অবস্থা আসতে শুরু করেছে ভোলার উপকূলে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas