রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি চীনে গত মাসে স্বর্ণের মজুত বেড়েছে লক্ষ্যণীয় মাত্রায়। এ নিয়ে টানা পাঁচ মাস মজুত ঊর্ধ্বমুখী। উচ্চমূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় ধাতুটির মজুত বাড়াচ্ছে। চীনে মজুত বাড়ার এটিই প্রধান কারণ। পিপলস ব্যাংক অব চায়না জানায়, গত মাসে ব্যাংকটি ১৮ টন স্বর্ণের মজুত বাড়াতে সক্ষম হয়। অফিশিয়াল হিসাব অনুযায়ী, ব্যাংকটিতে সব মিলিয়ে মজুত আছে দুই হাজার ৬৮ টন স্বর্ণ। গত পাঁচ মাসের প্রতি মাসেই মজুত কম-বেশি বেড়েছে। ২০১৯ সালে টানা ১০ মাস ধরে স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছিল চীন। এরপর গত মাসেই সবচেয়ে বেশি সময় ধরে ধাতুটি কেনার ধারা অব্যাহত ছিল।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, কেন্দ্রীয় ব্যাংকগুলো কয়েক মাস ধরেই মূল্যবান ধাতুটি কিনছে। ফেব্রুয়ারিতে ধাতুটির বৈশ্বিক মজুত বেড়েছে ৫২ টন। জানুয়ারিতে বেড়েছিল ৭২ টন। টানা ১১ মাস ধরে বৈশ্বিক মজুত ঊর্ধ্বমুখী। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি বছরের প্রথম দুই মাসে নিট ১২৫ টন স্বর্ণ কিনেছে। ২০১০ সালের পর এবারই প্রথম ব্যাপক স্বর্ণ ক্রয়ের মধ্য দিয়ে বছর শুরু করল বিশ্ব। পিপলস ডেইলি।