বিসিপিসিএল সূত্রে জানা গেছে, উপজেলার ধানখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৫০ জন অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে আরও ৫০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এ ছাড়া পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন প্রকল্প স্বপ্নের ঠিকানার ১৩০ জন সুবিধাবঞ্চিত মানুষকেও এ সহায়তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
রোজা ও ঈদকে সামনে রেখে প্রতি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, মসুর ডাল ২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, ছোলা ১ কেজি, মুড়ি ১ কেজি, সেমাই ১ কেজি, চিনি ১ কেজি, দুধ পাউডার ২৫০ গ্রাম। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের তদারকির দায়িত্বে ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী হারুন অর রশীদ, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো প্রমুখ কর্মকর্তাবৃন্দ। পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিপিসিএল সর্বদা অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত সহায়তার কলেবর বৃদ্ধির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় খাদ্য সহায়তা দেয়া হয়েছে