রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালী কলাপাড়ায় নব নির্মিত উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মহিব্বুর রহমান মহিব প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে এ ভবন উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাষ, সৈয়দ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, নেছার উদ্দিন সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ নাসির উদ্দিন, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাবেক সভাপতি এস,কে রঞ্জন ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।