admin
- ১৮ এপ্রিল, ২০২৩ / ৮০ বার

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)।।
মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার মহিপুর হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার পার্টিতে মাদ্রাসার ইয়াতিম সহ শতাধীক রোজাদারদেরকে ইফতারি খাওয়ানো হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফজলু গাজী, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন, পরিদর্শক মোঃ হাচনাইন পারভেজ, মহিপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মাহতাব হাওলাদার, কুয়াাকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদ সহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
ইফতারীর পূর্বে মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।