রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

‘এমভি সোল’ জাহাজে ইতিহাস গড়লো পায়রা বন্দর

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে ভিড়েছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। এটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে সবচেয়ে বড় জাহাজ। এই জাহাজ প্রবেশের মাধ্যমে পায়রা বন্দর আরেক নতুন ইতিহাস গড়লো। বুধবার বেলা সাড়ে এগারোটায় ৪১ হাজার মেট্রিকটন পাথর নিয়ে সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজটি ইনার অ্যাংকোরেজে নোঙ্গর করে। এসব পাথর উপজেলার ধানখালীতে নির্মিত তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল এর কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত হবে। পায়রা বন্দর সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল এ জাহাজটি ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। ১৩ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। পরে লাইটার জাহাজের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে জাহাজটির ড্রাফট রয়েছে ১০.৩০ মিটার। এর আগে ১০.২০ মিটার ড্রাফটের জাহাজ ৪০ হাজার মেট্রিক টন পণ্য নিয়ে বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছে। পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া ইউংস আজিজুর রহমান জানান, আজ যে জাহাজ ‘এমভি সোল’ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে নোঙ্গর করেছে এটি ইনার অ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে সবচেয়ে বড়। এই জাহাজ প্রবেশের মাধ্যমে পায়রা বন্দর আরেক নতুন ইতিহাস গড়লো। কারণ এর আগে কয়লা নিয়ে ১০.২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছে। আমাদের টার্মিনালের কাজ চলমান রয়েছে। এই টার্মিানালের কাজ শেষ হলে বন্দরের জেটিতে ১০.৫০ মিটার গভীরতার জাহাজ অনায়েসে ভিড়বে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas