রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

নলছিটিতে এজেন্ট ব্যাংকে চুরির সময় ২চোর হাতে নাতে আটক

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির নলছিটিতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি করার সময় পুলিশ হাতেনাতে দুই চোর আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকলে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার দপদপিয়া জিড়োপয়েন্টে অবস্থিত ইসলামি ব্যাংকের এজেন্ট শাখার পিছন দিকের জানালার গ্রীল কেটে দুই চোর ভিতরে ঢুকে। বিষয়টি এজেন্ট ব্যাংক মালিক সহিদ খান সিসিটিভিতে বাসায় বসে দেখতে পেয়ে দ্রুত সেখানে আসেন।পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাতেনাতে ধরেফেলেন। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত আলাউদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৫০) ও মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার মৃত দীন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইউসুফ (৪৮)। এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা সংঘবদ্ধ চোরচক্র তাই এর সাথে আরও কেউ জরিত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas