সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় ঈদ উদযাপন করলো ১৭ গ্রামের ১৫ হাজার মানুষ

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার ১৭ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল ফিতর। সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে। শুক্রবার সকাল আটটায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্‌সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছে। কলাপাড়ার নিশানবাড়িয়া শাহসুফি মমতসজিয়া দরবার শরিফের পরিচালক মো: নিজাম উদ্দিন বিশ্বাস বলেন, আমরা সুন্দর ভাবে ঈদের নামাজ সম্পন্ন করতে পেরে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এ উপজেলায় ১৭ টি গ্রামে আমাদের অনুশারী প্রায় ১৫ হাজার নারী-পুরুষ আজকে ঈদ উদযাপন করেছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas