রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সকাল আটটায় পৌর শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল ঈদগাঁ মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সকাল থেকেই উপজেলার প্রতিটি গ্রাম থেকে শুরু করে পাড়া মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। অনেকেই বাড়িতে আয়োজন করেছেন মিষ্টান্নসহ বিভিন্ন বাহারী খাবারের।