রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটায় পর্যটকের লাশ উদ্ধার

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোনার বাংলা হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে রবিবার সকাল সাড়ে দশটায় দিকে  তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্ত্রীর সূত্রে জানা যায়, রিপন  সাভারের আশুলিয়ায় বসবাস করেন। গত শুক্রবার তার ছোট স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন।  শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মুডোফোনে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পরেন। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। রিপনের ছোট স্ত্রী গঙ্গা রানি জানান, তার বড় স্ত্রীর সাথে মোবাইলে ঝগড়াঝাটি করার পর গভীর রাতে আমরা দুজন ঘুমিয়েপরি, সকালে আমি ঘুম থেকে জেগে দেখি ওড়না দিয়ে গলায় ফাস লাগানো অবস্হায় জানালার সাতে ঝুলতে। এরপর আমি ডাকচিৎকার দিলে হোটেলের লোকজন এসে পুলিশে খবর দেয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ সুরাতল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাদের অবিভাবক যশোর থেকে আসতেছে, আসারপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas