রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের হাজারো নরনারী ভক্তের অংশগ্রহণে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল আটটায় কুয়াকাটা সমুদ্র সৈকত-অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ভাবনামৃত ও আশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুরের উদ্যোগে তার হাজার হাজার ভক্ত-অনুসারী গঙ্গাস্নান ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সকালে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রা সেবাশ্রম প্রাঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা। তারা মন্দিরে প্রার্থনা করেন। সেখানে মন্দির প্রাঙ্গনে ভগবত আলোচনা, অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম বিষয়ে আলোচনা করেন শ্রী শ্রী জয়দেব ঠাকুর। এটি ছিল অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন-১৪৩০। কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার এর সার্বিক সহযোগিতা করেন। অক্ষয় তৃতীয়াব্রত সনাতন ধর্ম সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে অনুসারি ভক্তবৃন্দরা শনিবার রাত থেকে মন্দির প্রাঙ্গনে সমবেত হন। ধর্মীয় অনুষ্ঠানে রাতভর অংশগ্রহন করেন। সারা বছরের পঙ্কিলতা দুর করতে ভক্তরা সকালে জোয়ারের সময় গঙ্গাস্নান করেন। সৈকতের বেলঅভূমে মোম-আগরবাতি জ্বালিয়ে ধমীয় রীতি পালন করেন। দেন উলুধ্বনি। খুলনার খালিশপুর থেকে আসা মিনা রায়, সুচিত্রা জানান, সারা বছরের পাপ মোচন করতে পূণ্যের আশায় গঙ্গাস্নানে মিলিত হয়েছেন। গৌরনদীর কাজল হালদার জানান, পরিবার পরিজন নিয়ে এখানে এসছেন। রাতভর ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হয়েছেন। ভোরে গঙ্গাস্নান করেছেন। সারা বছরের পাপ মোচন করে পূণ্যের আশায় এখানে এসেছেন। এই অনুষ্ঠানকে ঘিরে ভক্ত অনুসারিদের ভিড় ছিল লক্ষণীয়। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, সনাতন ধর্মের এই অনুসারিদের সার্বিক নিরাপত্তার জন্য সকল উদ্যোগ নেয়া হয়েছে। তিনি নিজে উপস্থিত থেকে দেখ-ভাল করেছেন।