রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটিকে বরণ ও পুরাতন কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন বাজারের কার্যালয়ে রবিবার রাতে এ বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় পুরাতন কমিটিকে বিদেয়ী শুভেচ্ছা উপহার তুলেদেন গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি। গৌরবোজ্জ্বল ৯৯ কমিটির সাবেক প্রধান সমন্বয়কারী মোঃ শামসুল আরেফিন শাকিল বলেন, গৌরবোজ্জ্বল ৯৯ আমাদের এসএসসি ৯৯ ব্যাচের একটি সংগঠন। পুরাতন নিয়ম অনুযায়ী আমাদের কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় দেয়া হয়েছে।গৌরবোজ্জ্বল ৯৯ এর বর্তমান প্রধান সমন্বয়কারী মোঃ ফিরোজ আলম বলেন, ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য আমাদেরকে নির্বাচিত করা হয়েছে। আমরা সংগঠনের বন্ধুদের একত্রিত করে তাদের সুখে দুখে পাশে থাকতে চাই। এসময় গৌরবোজ্জ্বল ৯৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।