কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ১৯৯২ আ্যলামনাই ব্যাচের সংগঠন বাঁধনে ৯২ এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে সৈয়দ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক প্রেসক্লাব চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। পরে রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান (সি আই পি) মিলনায়তনে পরিচিতি সভা, বাঁধনে ৯২ এর ভবিষ্যত কর্মকান্ড নিয়ে আলোচনা, বাঁধনে ৯২ বন্ধুদের কর্ম তৎপরতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাঁধনে ৯২ এর সদস্য সচিব মোঃ শোয়েব জানান, বাঁধনে ৯২ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। কলাপাড়া উপজেলার এসএসসি ৯২ ব্যাচের বন্ধুদের এ সংগঠন। বন্ধুদের সহযোগিতার পাশাপাশি আমরা কলাপাড়ার বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সমাজে অবদান রাখতে চাই। সবশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।