রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যানকে বরণ ও বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল গোলাম সাদেককে বরণ ও সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়াল এ্যাডমিরাল সোহায়েল আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সাংবাদিকরা। বুধবার বিকালে বন্দরের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাদের দু’জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত গনমাধ্যমকর্মীরা বন্দরের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে মিডিয়া বান্ধব বলে ভূষিত করেন এবং নতুন চেয়ারম্যানের সাফল্য কামনা করেন। এ সময় উপস্হিত ছিলেন বন্দর কমান্ডার (প্রশাসন ও অর্থ) রবিউল হোসেন, (হারবারএন্ড মেরিন) ক্যাপ্টেন মো: জাহিদ হোসেন, কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপপস্হিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো: মোশারেফ হোসেন মিন্টু, মেজবাহ উদ্দিন মান্নু,নেছার উদ্দিন আহম্মেদ টিপু, গোফরান পলাশ,কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ। এ সময় বিদায়ী চেয়ারম্যান সোহায়েল আহম্মেদ বলেন, পায়রা বন্দর নিয়ে নানান রকমের অপপ্রচার ছিল। অনেকে বলছে পায়রা বন্দর সচল হবেনা। আমরা প্রথম টার্মিনাল নির্মান করতে সক্ষম হয়েছি, এ বন্দরের রামনাবাদ চ্যানেল দিয়ে ১২ মিটার গভীরতর জাহাজ প্রবেশ করে পণ্য খালাস করতে পারবে। তিনি আরো বলেন, পায়রা বন্দরে বিনিয়োগ করার জন্য  বিদেশী ১৩ টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে আমরা বলি পায়রা বন্দর আগামীর বাংলাদেশ।পায়রা বন্দর খুব দ্রুত আরো বড় বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সদ্য বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে তার দায়িত্বভার বুঝিয়ে দেয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদকে বদলী করে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান করা হয়। আর বিআইডব্লুটির  চেয়ারম্যান গোলাম সাদেককে পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas