কলাপাড়ার কন্ঠ ডেক্স।। পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় টানা ২য় বারের মতো জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানা ও শ্রেষ্ঠ ওসি মহিপুর থানার ওসি খোন্দকার মো: আবুল খায়েরকে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক সভায় মার্চ মাসের ভালো পারফর্মেন্সের পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়। এসময় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়েরের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম। এসময় জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে নির্বাচিত মহিপুর থানার মোজাম্মেল হককেও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে ফেব্রুয়ারী মাসের সেরা পার্ফরমেন্সের জন্য জেলার শ্রেষ্ঠ থানা মহিপুর ও শ্রেষ্ঠ ওসি একই থানার খোন্দকার মো: আবুল খায়ের নির্বাচিত হন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহম্মদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সাজেদুল ইসলাম সজল।