রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

মোস্তাফিজদের ওপর ৭ বিধিনিষেধ

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) টানা ৫ ম্যাচ হেরে ব্যাকফুটে ছিল দিল্লি ক্যাপিটালস। তবে পরের দুই ম্যাচে টানা জয় দলে আত্মবিশ্বাস ফিরিয়েছে দলটি। কিন্তু ভালো সময়ের মুখ দেখতে না দেখতেই বড় বিধিনিষেধের মধ্যে পড়তে হল মোস্তাফিজদের। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পরে ফ্র্যাঞ্চাইজি দ্বারা আয়োজিত একটি পার্টির সময়ে দিল্লির এক খেলোয়াড় একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করে বসেন। এ নিয়ে অভিযোগ উঠতেই কড়া হাতে পরিস্থিতি সামাল দিতে নেমেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। পরিস্থিতি সামাল দিতে ক্যাপিটালস ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে একাধিক নির্দেশনা। এমনকি বাইরে থেকে কেউ হোটেলে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে এলেও ম্যানেজমেন্টর অনুমতি নিতে হবে। এ ছাড়া রাত ১০টার পরে খেলোয়াড়রা কাওকে হোটেলে প্রবেশ করাতে পারবে না। এমনও বলে আছে যে আচরণবিধি লঙ্ঘন করা হলে খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল বা জরিমানা করা হবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী আচরণবিধিতে জানানো হয়েছে, ‘খেলোয়াড়রা রাত ১০টার পরে তাঁদের পরিচিতদের নিজেদের ঘরে আনতে পারবেন না।’ ‘যদি তাঁরা তাঁদের অতিথিদের আপ্যায়ন করতে চান তবে সেটি টিম হোটেলের রেস্তোরাঁ বা কফি শপে হতে হবে। খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের জানাতে হবে যখন তাঁরা কারও সঙ্গে দেখা করার জন্য হোটেল ছাড়বেন। যে কোনো বিধি লঙ্ঘনের ফলে জরিমানা বা চুক্তি বাতিল হতে পারে।’ সানরাইজার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়া দিল্লি আবারও ফিরতি দেখায় তাদের বিপক্ষেই মাঠে নামবে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিকে অবস্থান করা ওয়ার্নার বাহিনীর সামনে সুযোগ আছে এই ম্যাচ জিতে ওপরে ওঠে আসার। শনিবার আবারও দুই দল মুখোমুখি হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas