রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঝড়ের কবলে বরযাত্রীর ট্রলার ডুবে নিহত-১,বরসহ নিখোঁজ-৪

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীর ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় লিপি বেগম (২৮) নামের এ নারীর লাশ উদ্ধার করেছে জেলেরা। এখনো নিখোজ রয়েছে বর রাব্বিসহ ৪জন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল সাড়ে চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌছলে ঝড়ের কবলে পরে ২০জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। এসময় ১৫জন সাঁতরে তীরে উঠলেও নিখোজ হয় বর রাব্বী (২৫), তার মা সেলিনা বেগম (৪৫), ফুফু লিপি বেগম (২৮), ফুফাতো বোন খাদিজা(৭) ও ফুফাতো বোন মারিয়া (৮)। পরে স্থানীয় জেলেরা লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে।
দশমিনা ফয়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, ঘটনা শোনামাত্র আমাদের দুইটি টিম উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করেছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas