শনিবার সকালে তিনি উপজেলার লতাচাপলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসরত মানুষের খোঁজ খবর নেন। এসময় সুবিধাভোগী মানুষের সাথে তিনি কথা বলেন এবং তাদের সমস্যা ও স্বপ্নের কথা শোনেন। পরে তিনি বিদ্যুৎ ও সুপেয় পানি নিশ্চিত করনে তাৎক্ষনিক পল্লীবিদ্যুৎ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এসময় তার সঙ্গে ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এসিল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগন।

কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়া উপকূলের একটি মানুষও যাতে আশ্রয়হীন না থাকে সেজন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় দুস্থ, অসহায়, হত দরিদ্র ৯৬৩ পরিবারকে ইতিমধ্যে আশ্রয়ন-২ প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবারগুলোকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।
ইউএনও আরও জানান, চতুর্থ ধাপের দ্বিতীয় পর্যায়ে ৭৮টি ঘর নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। অচিরেই এসব ঘরগুলো সুবিধাভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হবে। এতে কলাপাড়া উপকূলের অসহায়, দুস্থ পরিবারও আর আশ্রয়হীন থাকবে না। যা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করবে।