রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন
কিভাবে শুরু করতে চান সেটাই গুরুত্বপূর্ণ। ’
চিন্তার বিষয় ওয়ানডে অধিনয়ক তামিম ইকবালের ফর্ম।
মুস্তাফিজুর রহমানকে নিয়েও কথা বলেছেন দ্বিতীয়বারের মত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পাওয়া হাথুরুসিংহে। দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই ম্যাচে খেলার সুযোগ পেয়ে বল হাতে ব্যয়বহুল ছিলেন ফিজ। ফিজের ফর্ম নিয়ে সমালোচনা হলেও তার পক্ষে কথা বলেছেন হাথুরু।
চলমান আইপিএলে কঠিন সময় পার করছেন মুস্তাফিজুর। গত পহেলা এপ্রিল দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়ার পর মাত্র দু’টি ম্যাচ খেলেছেন এবং দু’টি ম্যাচেই বাজে পারফরমেন্স করেছেন তিনি।
হাথুরুসিংহে বলেন, ‘মুস্তাফিজ অফফর্মে? যদি সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ না খেলে থাকে, তাহলে কেউ ফর্মের বাইরে আছে কি-না তা বলা কঠিন। ’
হাথুরুসিংহে আরও বলেন, ‘সম্প্রতি খুব বেশি ম্যাচ খেলেনি মুস্তাফিজ। যখন এখানে (বাংলাদেশের হয়ে) খেলেছে, সে ভালো করেছে এবং দলের জন্য অবদান রেখেছে। তাই (আইপিএল শেষে) ফিরে আসার পর সে কেমন পারফরমেন্স করবে তা আমাকে মূল্যায়ন করতে হবে। ’
মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনকেও নিয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। প্রধান কোচের দায়িত্ব নেয়ার পরই দল থেকে বাদ পড়েছেন এই দুই ক্রিকেটার। তিনি জানান, বিশ্বকাপের দল নির্বাচনে নির্বাচনের রাডারে রয়েছেন এই দুই ব্যাটার।
পহেলা মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠার আগে পরিবারের সাথে একদিন সময় কাটাবেন ক্রিকেটাররা। মুস্তাফিজ দিল্লি ও সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে দলের সাথে যোগ দিবেন।
ভারত থেকে দলের সাথে যোগ দেয়ার কথা থাকলেও পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফিরেছেন লিটন। এখন জাতীয় দলের সাথে ঢাকা ছাড়বেন তিনি