রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শুারু হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২ হাজার ৬ শ‘ ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬ শ ৩ জন অংশগ্রহন করছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, কলাপাড়া ও মহিপুরের ৮ টি কেন্দ্রে সুন্দরভাবে পরীক্ষা চলছে। তার মধ্যে এসএসসি ৫ টি, দাখিল ২ টি ও ভোকেশনাল ১ টি কেন্দ্র। আজকে এস এস সিতে ১৭ শ ২৭ জনের মধ্যে ১৬ শ ৯৩ জন, ভোকেশনালে ২ শ ১৬ জনের মধ্যে ২ শ ১২ জন, দাখিলে ৭ শ ২ জনের মধ্যে ৬ শ ৯৮ জন অংশগ্রহণ করেছে।