বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় টেবিল ও বেঞ্চে কয়েন ঠুকে গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়া খুদে কণ্ঠশিল্পী সুমন শেখ (১৬) চলে গেল না ফেরার দেশে। সোমবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। খুদে শিল্পী সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। মৃত্যুকালে বাবা, মা, বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য দর্শকদের রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানায়, দুপুরে নিজ বাড়িতে সুমন স্ট্রোক করলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। সুমনের মরদেহ দেখে আত্মীয়স্বজনসহ স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।
সুমনের পিতা আল-আমিন শেখ বলেন, ৮/৯ বছর বয়সে সুমন গাছ থেকে পড়ে যায়। সেই সময় তার মাথায় আঘাত পেয়েছিলো। অনেক চিকিৎসা করা হয়। কিছু সময় ভালো আবার কিছু সময় খারাপ হতো।