রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

এক লাখ মুক্তা দিয়ে তৈরি আলিয়ার পোশাক

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। এই বছর এতে অভিষেক হলো বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। এতে অংশগ্রহণের কথা ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তরা তার ‘লুক’ দেখার জন্যে উত্তেজিত।

এবার প্রকাশ্যে এলো মেট গালা থেকে আলিয়ার লুক। নেপালি-আমেরিকান ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাক সাদা গাউনে একেবারে ঝলমলে হয়ে উঠলেন আলিয়া, তার চোখ ধাঁধানো লুক নিমেষেই মন জয় করল ভক্তদের। অভিনেত্রীর দিদি শাহীন ভাট ‘অ্যাঞ্জেল’ আলিয়ার ছবি শেয়ার করলেন। মেট গালা ইভেন্টের জন্য, আলিয়া মুক্তা দিয়ে অলংকৃত স্লিভলেস সাদা গাউন বেছে নিয়েছিলেন। সঙ্গে গহনা হিসেবে ছিল রিং ও কানের দুল। ছবিতে বিভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। শাহীন ভাট ইভেন্ট থেকে অভিনেত্রীর একাধিক ছবি শেয়ার করেছেন। তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন—এঞ্জেল

এদিকে মেট গালার লুক শেয়ার করে আলিয়া লিখেছেন, আমি সত্যই আইকনিক শ্যানেল ব্রাইডদের দ্বারা মুগ্ধ হয়েছি। ঋতুর পর ঋতু, কার্ল লেগারফেল্ডের প্রতিভা সবচেয়ে উদ্ভাবনী এবং বিস্ময় ও প্রেরণাদায়ক ফ্যাশন ইন্ডাস্ট্রির কাছে। আজকের রাতের আমার চেহারা বিশেষ করে সুপারমডেল ক্লডিয়া শিফারের ১৯৯২-এর শ্যানেল ব্রাইডাল লুক থেকে অনুপ্রাণিত। আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা খাঁটি মনে হয় এবং গর্বের সঙ্গে বলতে পারি এই পোশাক ভারতে তৈরি। একা লাখ মুক্তা দিয়ে তৈরি করেছেন প্রবাল গুরুং। আমার প্রথম মেটে আপনার পোশাক পরতে পেরে আমি গর্বিত। একটি মেয়ের কাছে মুক্তা কখনও বেশি হতে পারে না। আর সাজের সঙ্গে আনুষাঙ্গিক আমার চুলে থাকা ধনুকের মতো এই মুক্তার ক্লিপটি।

২০২৩ সালের ‘মেট গালা’ পয়লা মে নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। আলিয়া ছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া, কিম কার্দাশিয়ান, বিলি ইলিশ, কেন্ডাল জেনার, রিহানা, গিগি হাদিদ, নাওমি ক্যাম্পবেল, ব্ল্যাকপিঙ্ক থেকে রোজ, জেনি ও লিলি-রোজ ডেপও রেড কার্পেটে হেঁটেছেন।

২০১৭ প্রিয়াঙ্কার প্রথম অভিষেক হয় মেট গালায়। তার শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালে। দীপিকা পাড়ুকোন মেট গালায়ও অনেকবার উপস্থিত ছিলেন। তারও শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas