বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ খ্রিষ্টাব্দে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৫ মে থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। তবে, মঙ্গলবার এ পরীক্ষার সময়সূচি স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছ। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক জরুরি সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। স্থগিত এ পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।  এর আগে গত ৪ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছিলো।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas