রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কোহলির কয়েক ম্যাচ সাসপেনশন চান গাভাস্কার

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার চান বিরাট কোহলিকে কয়েকটি ম্যাচে নির্বাসন দেয়া হোক। স্টার স্পোর্টস নেটওয়ার্কে আইপিএল ম্যাচের ধারাবিবরণী দেয়ার সময় গাভাস্কার এই মন্তব্য করেন। সোমবার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের শেষে আরসিবি দলের বিরাট কোহলি এবং লখনৌ এর মেন্টর গৌতম গম্ভীর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। দুজনের সংঘাত প্রায় হাতাহাতিতে পৌঁছে যায়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই অপরাধে দুই ক্রিকেটারের ম্যাচ ফি কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোহলির ম্যাচ ফি’র একশ’ শতাংশ এবং গম্ভীরের নব্বই শতাংশ কেটে নেয়া হচ্ছে। এখানেই আপত্তি সুনীল গাভাস্কারের। ধারাভাষ্য দেয়ার সময় তিনি বলেন- কোহলির প্রায় এক কোটি টাকার জরিমানা হয়েছে। টাকার অঙ্কটা বিরাট হলেও শাস্তি পর্যাপ্ত হচ্ছে বলে আমি মনে করি না। বেশ কয়েকবছর আগে অনুরূপ অপরাধে শ্রীশান্ত আর হরভজনকে সাসপেনশনের আওতায় পড়তে হয়েছিল। আমি মনে করি বিরাট কোহলিকে সবক শেখানোর জন্য কয়েকটি ম্যাচে সাসপেন্ড করা উচিত। নয়তো শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। ক্রিকেটাররা বুঝে গেছে তাদের শাস্তি বড়জোড় ম্যাচ ফি কাটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ফলে তারা যা খুশি করছে। বিরাটের মনে রাখা উচিত ছিল যে ও একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার। সেদিন ঘটনার সূত্রপাত বিরাটের স্লেজিং নিয়ে। ম্যাচের শেষে মেয়ার্স এসে জিজ্ঞাসা করেন বিরাটকে তিনি অমন করছিলেন কেন। এইসময় আসেন নবীন উল হক। তাঁকেই স্লেজ করেছিলেন বিরাট। দুজনের তর্কাতর্কির মধ্যে এসে পড়েন গৌতম গম্ভীর। দুজনের কথোপকথন শুনেছেন এমন এক ব্যক্তির বয়ান অনুযায়ী বিষয়টি এইরকম হয়-

গৌতম : তুই আমার পরিবারের লোকদের এই ভাবে আক্রমণ করেছিস কেন?

বিরাট : আপনি এর মধ্যে আসছেন কেন?
গৌতম : আমার পরিবারের লোকদের তুই যা তা বলবি আর আমি চুপ করে বসে থাকবো?
বিরাট :  পরিবারের লোকদের সামলাতে পারেন না। আবার কথা বলছেন। এরপরই দুজনের হাতাহাতির উপক্রম হয়। অন্যেরা দুজনকে সরিয়ে নেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas