Sujan Mridha
- ৩ মে, ২০২৩ / ৪৫ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চম্মাপুর ইউনিয়নের বাংলাবাজারে মঙ্গলবার বিকেলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি মো.রিপন হাওলাদারের সভাতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এস এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার, সাধারণ সম্পাদক মতিলাল ভাট, সহ-সভাপতি হারুন অর রশিদ গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মো.হাফিজুর রহমান বাটু তালুকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা কামাল তালুকদার, ইউনিয়ন পরিষদ সদস্য জব্বার হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সম্রাট হাওলাদার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো.আমিনুর রহমান গাজী প্রমুখ।
এর আগে মো.রিপন হাওলাদারকে সভাপতি ও মো.জহির খানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের চম্পাপুর ইউনিয়ন শাখা কমিটি ঘোষনা করা হয়।