বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি একটি নতুন বরিশাল গড়তে চাই। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ। ৪ মে সকাল ১০:৩০ মিনিটের দিকে বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন খোকন আব্দুল্লাহ। তিনি বলেন, বিগত দিনে বরিশালবাসী উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছেন তাই প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে তাকে বরিশালে পাঠিয়েছেন। খোকন আব্দুল্লাহ বলেন, অতীতে এই নগরীর বাসিন্দারা যতটা সেবা পাওয়ার কথা ছিল তার কিছুই পাননি। তিনি নির্বাচিত হলে এই নগরীর চেহারা পাল্টে দিবেন। তবে খোকন অতীতে নির্বাচিত কোন মেয়রদের নাম উল্লেখ করেননি। মতবিনিময় কালে খোকন নির্বাচিত হলে তার করণীয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের সব রকম সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল, সাধারণ সম্পাদক এস এম জাকির, সহসভাপতি কাজী মামুনসহ বরিশাল প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রতিনিধি, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিক এবং বরিশালের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।