রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার কমিটি গঠন

কলাপাড়ার কন্ঠ ডেক্স।। জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার চার বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে জেলার নতুন কমিটি গঠন উপলক্ষে নওগাঁ শহরের সেবাশ্রমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এ্যাডঃ সোমেন্দনাথ কুন্ডুকে সভাপতি ও সুবীর দাসকে সাধারণ সম্পাদক এবং নিরব কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫৯ সদস্য বিশিষ্ট জাতীয় হিন্দু মহাজোটের নওগাঁ জেলা শাখার কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা হিন্দু মহাজোট এর সভাপতি ভীম সরকার, এ্যাডঃ সোমেন্দনাথ কুন্ডু, ডঃ তাপস কুমার সাহা,রাজীব সাহা,সুবীর দাস, সুব্রত মন্ডল, পুলক চৌধুরী, শয়ন কুমার অভি, স্বপন কুমার হালদার, দেবাশীষ রায় অনিক, অরূপ দাস, অমৃত, সোমেন্দনাথ, সুশান্ত, শিশির কুমার পাল, জয় কুমার পাল, বিপ্লব কুমার নিখিল, সত্য বসাক জয়, মলয় কুমার, উৎসব কুমার,অনামিকা চক্রবর্তী,পূজা সরকার,শ্রাবনী চোহান,অনিতা রানী দাস সহ সনাতন ধর্মালম্বীরা।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas