রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স।। ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ১৮ জেলাসহ সারাদেশের মোট ২৯টি জেলায় বইছে তাপপ্রবাহ। আজ রবিবার, ৭ মে সকালেও এই অবস্থা রয়েছে। তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি গরমের মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের আভাসের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, পটুয়াখালী, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচদিনের মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।