রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে লঙ্কানদের ১৪৬ রানে আটকে রাখার পর ব্যাটিংয়ে বাকি দায়িত্ব সামলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি। তাতেই ১ বল থাকতে এসেছে সিরিজে এগিয়ে যাওয়ার জয়।
মঙ্গলবার টস জিতে শুরুতে প্রথমে ব্যাট করে লঙ্কানরা পায় ১৪৫ রানের সংগ্রহ। মাঝারি রানের জবাবে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ৭৫ রানের ইনিংস খেলেন জ্যোতি। তাতেই জয় তুলে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
কলম্বোয় শ্রীলঙ্কা খুব একটা ভালো শুরু পায়নি। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৬ রানে ফেরেন ওপেনার ভিসিমি গুনারাত্নে। তিনে নামা হারসিথা খেলেন ৪৪ বলে ৪৫ রানের ইনিংস। শেষদিকে দ্রুত উইকেট হারালেও নিলাক্ষি ডি সিলভার ২৮ বলে ২৯ রানে ১৪৫ রান তোলে শ্রীলঙ্কা। ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু।
বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। বাকি সবাই নিয়েছেন একটি করে উইকেট।
জবাবে বাজে শুরু পায় বাংলাদেশ। দলীয় ৭ রানের পর ২৩ রানে হারায় দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেটে সোবহানা মুস্তারির সঙ্গে ৫০ রানের জুটি গড়েন নিগার। ১৭ রানে সোবহানা ফেরার পর রিতু মনির সঙ্গে জুটি গড়েন নিগার। ২৩ বলে ৩৩ রান করে রিতু ফিরলেও জয় নিয়েই মাঠ ছাড়েন জ্যোতি। ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৭৫ রানের ক্যামিও ইনিংস।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে বৃহস্পতিবার (১১ মে)।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৪৫/৬ (চামারি আতাপাত্তু ৩৮, হারসিথা ৪৫, নিলাক্ষি ২৯, ফাহিমা খাতুন ২০/২, রাবেয়া খান ২৩/১)
বাংলাদেশ: ১৪৬/৪ (সোবহানা ১৭, জ্যোতি ৭৫*, রিতু ৩৩, উদিশিক্ষা প্রাবোধোনি ৭/১, ওসাধি ৩৯/১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।