রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

‘আসল যুদ্ধ’ শুরু: পুতিন

MOSCOW, RUSSIA - DEC 19, 2013: The President of the Russian Federation Vladimir Vladimirovich Putin annual press conference in Center of international trade

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেখানে পুতিন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে আসল যুদ্ধ কেবল শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীকে যেভাবে পরাজিত করা হয়েছে, ইউক্রেনও একইভাবে পরাজিত হবে। খবর বিবিসির।

মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ শেষে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন।

ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের বীর সেনাদের জন্য আমাদের হৃদয়ে রয়েছে অনেক ভালোবাসা।

তিনি আরও বলেন, রাশিয়ার এ বিশেষ সামরিক অভিযানে যেসব সেনা অংশ নিয়েছেন, তাদের জন্য আমি গর্বিত। রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাদের ওপর নির্ভর করছে।

পুতিন বলেন, আমাদের এসব জাতীয় বীরদের গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সমর্থন করছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas