রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ। বৃষ্টির দুর্ভাবনায় সিরিজ ভিন দেশে আয়োজন করা হলেও এখানেও আবহাওয়ার কারণে ঠিকমতো অনুশীলনই করা যায়নি। যদিও গতকাল সোমবার প্রথমবারের মতো টাইগাররা অনুশীলন করেছে চেমসফোর্ডে। এর আগে এই মাঠের মুখ দেখতে পারেনি তামিম ইকবালের দল। এছাড়া বৃষ্টির কারণে পণ্ড হয়েছে অনুশীলনসহ প্রস্তুতি ম্যাচও। গতকাল এসেক্সের আকাশ মেঘলা থাকলেও অনুশীলন করার পরিবেশ ছিল। পুরো এক সপ্তাহ অপেক্ষার পর এদিন ম্যাচ ভেন্যু এসেক্সের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে গিয়েছিলেন ক্রিকেটাররা। অনুশীলনও করেছেন সেখানে। পিচ দেখে একাদশ সমন্বয় ইস্যুতে আলাপ-আলোচনা শেষে একটা যৌক্তিক সিদ্ধান্তে উপনীতও হতে পেরেছেন সবাই। পাঁচজন নিয়মিত ব্যাটারের সঙ্গে দু’জন অলরাউন্ডার আর চারজন বোলার নিয়ে একাদশ সাজানোর চিন্তা-ভাবনা। এর কারণও রয়েছে, ছয়জন বোলার থাকলে অধিনায়কের জন্য সুবিধা হয়। সে ক্ষেত্রে তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেনের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas