রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে রংপুরে দিনব্যাপী কর্মসূচি

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ (৯ মে)। ২০০৯ সালের এই দিনে ঢাকার একটি হাসপাতালে ৬৭ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন সকালে পীরগঞ্জ ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, যুবনেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী স্মৃতিচারণ, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ওয়াজেদ মিয়ার বাবা আবদুল কাদের মিয়া এবং মাতা ময়েজুন্নেসা। তিন বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। ১৯৫৬ সালে রংপুর জিলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাস করেন। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas