রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

দুর্নীতির মামলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতে হাজিরা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে ।

ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা মুসাররাত জামশেদ চিমা মঙ্গলবার (৯ মে) আল জাজিরাকে খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ইমরান খান হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন, যেখান থেকে তাকে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স গ্রেপ্তার করে।’

ইসলামাবাদের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ডক্টর আকবর নাসির খান আল জাজিরাকে বলেছেন, ‘আল-কাদির ট্রাস্টের একটি মামলায় খানকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রসঙ্গত, ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি (এনএবি) মামলায় গত ১ মে খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

পিটিআইয়ের ফাওয়াদ চৌধুরী টুইট করে জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স দেশটির আধাসামরিক বাহিনী পাকিস্তানি রেঞ্জার্স ‘দখল করেছে এবং আইনজীবীরা ‘নির্যাতনের শিকার’ হচ্ছেন।

স্থানীয় মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে, ইমরান খানকে রেঞ্জার্সের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে।

একটি টুইটে পিটিআই দাবি করেছে যে, রেঞ্জার্স খানকে ‘অপহরণ’ করেছে।

পিটিআই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্টে লিখেছে, ‘পাকিস্তানের সাহসী জনগণকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং তাদের দেশকে রক্ষা করতে হবে।’

পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ার পর গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে সরানো হয় ইমরান খানকে।

তারপর থেকে তিনি এই বছরের অক্টোবরে প্রাথমিক জাতীয় নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন।

সূত্র : আল-জাজিরা

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas