রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
বৃটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিমের প্রধান টম বার্জের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। আজ বুধবার বেলা সোয়া ১১ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। এর আগে গত সোমবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল।