রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমে তারুণ্যের মাঝে ছড়িয়ে দিতে, স্বেচ্ছায় করি রক্তদান সেভ লাইফ এর স্লোগান এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরের সেচ্ছাসেবী সংগঠন সেভ লাইফ ডোনর এসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৭৬ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়। বুধবার সকালে গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনর এসিসিয়েশন এর আয়োজনে মির্জাপুর ইউনিয়নের ৭৬ নং মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী এবং শিক্ষার্থীর অভিভাবকগণ সহ সর্বমোট ২০০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আবুল কালাম, সেভ লাইফ এর এডমিন মো.তৌহিদুর রহমান তানজিল, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার এর প্যাথলজিস্ট মো.মজনু, সেভ লাইফ এর মডারেটর মো. সায়েম কবির হোসেন, মডারেটর মো. সিয়ামসহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।