রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে বসতবাড়ি, বোরো ধানসহ আম ও কাঁঠালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১০ মে) বিকালে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে প্রথমে হালকা ঝড়ো হাওয়া ও পরে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়ের সাথে বড় বড় শিলা বৃষ্টি পড়ে। প্রায় ২০ মিনিট ধরে বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ঘর বাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। দপ্তিয়র ইউনিয়নের ইউপি সদস্য মো. কাউছার মিয়া বলেন, ঝড়ে আমার বসত বাড়ি, ঘরসহ আশপাশের প্রায় ৫০-৬০টি ঘর উড়ে গেছে। ভেঙে গেছে বহু গাছপালা। নষ্ট হয়েছে ফসলি জমির ধান। দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী জানান, বিকালের দিকে আমার ইউনিয়নের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হানা দেয়। ঝড়ে ঘর-বাড়ি ও গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে গোটা ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ।