রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
দেশের তিন জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ মে) বিকালে মাগুরা, রাজবাড়ী ও সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
মাগুরায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু : জেলার শ্রীপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। বিকালে উপজেলার ৫ নম্বর দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামের ছাদেক আলীর ছেলে শাহাদাৎ আলী বিশ্বাস, একই গ্রামের জুলমত আলীর ছেলে মিজান শেখ ও আছমত বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী।
এ সময় জমির মালিক নজরুল বিশ্বাস আহত হন। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করে জানান, নিহত তিন কৃষক চৌগাছি গ্রামের নজরুল বিশ্বাসের জমিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহাদাৎ মারা যান। আর মিজান ও মোহাম্মদ আলীকে দ্বারিয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়। আহত নজরুল বিশ্বাস চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
রাজবাড়ীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্য : জেলার বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্য হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার সামাদ জোয়ার্দ্দারের ছেলে ইমদাদুল হক ও কালুখালী উপজেলার মদাপুর এলাকার বাসুদেব সিংয়ের ছেলে কুমত সিং।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস, বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলার বিলপাকুরিয়া এলাকার ইমদাদুল হক বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই সময় কালুখালী উপজেলার মদাপুর এলাকার কুমত সিং তার বাড়ির অদূরে ভুট্টাক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনিও গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ’ঘটনাটি শোনার পর পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
সিরাজগঞ্জে মাঝির লাশ উদ্ধার : সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতের সময় যমুনায় পড়ে নিখোঁজ হওয়া মাঝি সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে। সন্ধ্যায় তার মরদেহ উপজেলার হাটাইল যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, বেলা ৩টায় সাদ্দাম হোসেন তার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উপজেলার ভূতের মোড় ঘাট থেকে হাটাইল চরে নিজবাড়িতে আসার পথে বজ্রপাত ঘটে। তখন তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।