রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

রাজশাহীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

এক যুগেরও অধিক সময় পর রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে প্রেস ব্রিফিং করেছে পাকিস্তান ও বাংলাদেশ টিম। এ সময় জানানো হয়, তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বৃহস্পতিবার (১১ মে) সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ আন্তঃদেশীয় প্রথম ওয়ানডে ম্যাচ। পরে দুটি ওয়ানডে ম্যাচ হবে ১৩ ও ১৫ মে। এ ছাড়া আগামী ১৭ মে দ্বিপাক্ষিক এ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তার কারণে স্টেডিয়ামে বসে কোনো দর্শক এই খেলা উপভোগ করতে পারবেন না।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে আসেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ, হেড কোচ সাব্বির হায়দার ও হেড ম্যানেজার তৌসিফ আহমেদ। তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে। তবে আমরা আমাদের জয়ের ব্যাপারে আশাবাদী।

পরে প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক আহরার আমিন পিয়াল ও কোচ স্টুয়ার্ট ল। তারা বলেন,পাকিস্তান দলের বেশিরভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এ জন্য দুইজনকে পরিবর্তন করা হয়েছে। তারা অলরাউন্টার। যেসব দুর্বলতা ছিল তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। পিচ সম্পর্কে তারা বলেন, এই মাঠে আমরা এর আগেও খেলে গেছি। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas