রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় বাদুরতলী খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া >>

পটুয়াখালী কলাপাড়া পৌরসভা ও টিয়াখালী ইউনিয়নের সীমানা বরাবর বাদুরতলী খাল উন্মুক্ত রাখা এবং খালের বাঁধ অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে শতাধিক কৃষক ও জেলে মানববন্ধন সমাবেশ করেছে। সেখানে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, কৃষক রিপন ফরাজি, বাবুল তালুকদার, ফারুক হাওলাদার, খালেক হাওলাদার, রফিক হাওলাদার, রাজ্জাক শরীফ প্রমুখ। বক্তারা বলেন, কৃষিকাজে ব্যবহারের বাদুরতলী স্লুইস খালটি বদ্ধ খাল দেখিয়ে একটি মহল ইজারা নিয়ে মাছ শিকার করছে। খালের দুই পাড়ের কৃষকসহ সাধারণ মানুষ ঠিকভাবে খালের পানি ব্যবহার করতে পারে না। স্লুইসগেট খুলে খালে লোনা পানি প্রবেশ করানো হয়। খালের একাধিক স্পটে বাঁধ দেয়া হয়েছে। ফলে কৃষকসহ সাধারণ মানুষের সমস্যার শেষ নেই। কৃষকরা খালটি উম্মুক্ত রাখার দাবি করেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas